তৃনমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি অনুমোদিত কাঁথি রুপশ্রী বাইপাস অটো ইউনিয়নের বর্ধিত কর্মী সভা দুরমুঠে আয়োজিত হয়।
উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য উত্তম বারিক ও নন্দদুলাল মাইতি, কাঁথি ৩ নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ বেজ, কাঁথি ৩ ব্লক যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি গৌরিশংকর মিশ্র, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শ্যামল দাস, কাঁথি মহকুমা মৎস্যজীবি ইউনিয়নের সহ সম্পাদক আমিন সোহেল, লাউদা অঞ্চল প্রধান বিকাশ জানা, যুব নেতা অর্পণ রানা, দুরমুঠ অঞ্চল যুবনেতা দিলীপ ভূঞ্যা প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাঁথি শহর যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি ইমরান আলি খান। সভা সঞ্চালন করেন অটো ইউনিয়নের কার্যকরী সভাপতি শেখ ইমরান ও সম্পাদক অপূর্ব সাহু।