রক্তদান শিবির হলো বারুইপুরে।

প্রদীপ কুমার সিংহ :- রক্তদান উৎসব হলো বারুইপুরে। বারুইপুর মাদ্রাসা প্রাথমিক দাতব্য চিকিৎসালায়ের পরিচালনায় রবিবার একটি রক্তদান শিবিরের আয়োজন করে বারুইপুর থানা অন্তর্গত বারুইপুর মাদার হাট কালীতলা নাট মন্দির। সহযোগিতা করে বারইপুর মহাকুমা হাসপাতালে ব্লাড ব্যাংক। রক্তদান শিবিরটি শুরু হয় সকাল সাড়ে দশটা নাগাদ শেষ হয় দুপুর দুটো নাগাদ। মাদার প্রাথমিক দাতব্য চিকিৎসালয়ের এই রক্তদান শিবিরটি ৩৪ বছরে পদার্পণ করে। এই দাতব্য চিকিৎসালয় টি বছরে বিভিন্ন সামাজিক মূলক কাজ করে। প্রত্যেক সপ্তাহের মঙ্গলবার করে বিনামূল্যে দুস্থ মানুষের চক্ষু পরীক্ষা করা হয় একটি বেসরকারি সংস্থার সহযোগিতায়। 
যে সব মানুষের চোখের ছানি অপারেশন করাবার প্রয়োজন হয় তাদেরকে কলকাতায় একটি বেসরকারি নার্সিংহোমে এই অপারেশনের ব্যবস্থা করা হয় বিনামূল্যে। তাছাড়া ছোট ছোট ছেলেমেয়েদের বই, খাতা,পেন এবং দুঃস্থ মানুষদের পুজোর সময় বস্ত্র বিতরণ করে। এইরকম অনুষ্ঠানে মহিলা ও পুরুষ মিলে মোট ৪৪ জন রক্তদান করে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন