বিদ্যালয়ে বন্ধঃমোবাইলে ডুবে পড়ুয়ারা

 


সারা রাজ্যে ১ বছরেরও বেশী সময় ধরে কোভিড পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, বিদ্যালয় সহ সর্বস্তরের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় পঠনপাঠন প্রক্রিয়া স্তব্ধ হয়ে পড়েছে। শিক্ষার্থীরা শিখন ব্যবস্হা থেকে দূরে থাকায় মানসিক ভাবে বিপর্যস্ত হয়েছে। ফলশ্রুতিতে তারা সময় কাটানোর জন্য মোবাইলে অনলাইন গেমস নিয়ে আসক্ত হতে হতে মানসিকতার পরিবর্তনের শিকারে পরিণত হয়েছে।

 একটা প্রজন্ম ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি। অনলাইন গেমস নিষিদ্ধ করার দাবী জানিয়ে রাজ্য সরকারের শিক্ষা মন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসুকে ই-মেইল বার্তা পাঠিয়েছেন প্রাক্তন সহকারী সভাধিপতি তথা প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন। 

অনলাইন পঠনপাঠন প্রক্রিয়া চালু করা সহ প্রজেক্ট ওয়ার্ক,হোম টাস্ক প্রদান ও বিকল্প শিখন প্রক্রিয়া চালু করা নিয়ে চিন্তাভাবনা করার জন্য রাজ্যের শিক্ষা মন্ত্রী র কাছে আবেদন জানিয়েছেন প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ মামুদ হোসেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন