প্রদীপ কুমার সিংহ
ভারতবর্ষে আবার করোনা ভাইরাসের সংক্রমন হুহু করে বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করছে এবার করোনা ভাইরাসের সংক্রমণ খুব ভয়াবহ আকার নেবে। যা আগের থেকেও অনেক মারাত্মক হবে বলে মনে করা হচ্ছে। তাই প্রত্যেক দেশকে বেশি সচেতন থাকার জন্য পরামর্শ দিয়েছে।ভারতে প্রতিদিন এই রোগ বেড়েই চলেছে। শুধু মঙ্গলবার সারা ভারতবর্ষে ১ লক্ষ ৮৪ হাজারের বেশি মানুষ সংক্রামিত হয়েছে।
বারুইপুর মহকুমা হাসপাতালে প্রতিদিন কোভিড ১৯ এর ভ্যাকসিন দিচ্ছে। কিন্তু ভ্যাকসিনের সাপ্লাই কম থাকায় বেশি মানুষকে দিতে পারছে না।বারুইপুর হাসপাতাল সুত্রে খবর কেন্দ্রীয় সরকার থেকে ভ্যাকসিনের সাপ্লাই কম থাকায় এই অবস্থা। বারুইপুর মহকুমা হাসপাতালের এরিয়াতে কয়েক লক্ষ মানুষের বাস। বহু মানুষ তাই সকালে বারুইপুর মহকুমা হাসপাতালে মানুষ লাইন দেয় কিন্তু দেড়শো জন মানুষকে দেওয়া হয়। এতে করে মানুষ হতাশা বাড়ি ফিরে যাচ্ছে। হাসপাতাল কতৃপক্ষ থেকে জানানো হয়েছে যে কোভিড ১৯ ভ্যাকসিন সাপ্লাই কম থাকায় জন্য এই অবস্থা। কিন্তু বারুইপুরে অনেক মানুষ করোনা ভাইরাস সংক্রমণের শিকার হচ্ছে।