মহকুমা হাসপাতালে রক্তদান শিবির





প্রদীপ কুমার সিংহ

  আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বারুইপুর মহকুমা হাসপাতালে একটি রক্তদান শিবির হয়। পরিচালনা করেন ইকুউলিটি একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সঙ্গে সহযোগিতা করে বারুইপুর প্রেসক্লাব।

 বারুইপুর মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংক এই রক্ত বিক্রি হয়। মহিলা ও পুরুষ মিলে প্রায় 30 জন রক্তদাতা রক্তদান করে। তবে বেশিরভাগ মহিলা ছিল যেহেতু আজ আন্তর্জাতিক নারী দিবস সেহেতু মহিলারা বেশি ছিল। 

এই স্বেচ্ছাসেবী সংস্থার এক সদস্য বলেন প্রতিবছর আন্তর্জাতিক মহিলা দিবস এই রক্তদান শিবির পালন করবে। এই সংস্থার এটি প্রথম বছরের রক্ত শিবির। প্রত্যেক রক্তদান দাতাকে ব্যাজপরিয়ে গোলাপ ফুল দিয়ে সাদর অভ্যর্থনা করে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন