মহিষাগোটে তৃনমূল ছেড়ে বিজেপিতে একদল সংখ্যালঘু

 


বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ কাঁথি বিধানসভায় সংখ্যালঘু ভোটে থাবা বসালো প্রধান বিরোধী দল বিজেপি।

 দলীয় সুত্রে জানা গেছে মঙ্গলবার কাঁথি ১পূর্ব মণ্ডলের মহিষাগোট অঞ্চলের সুবর্ন দিঘি বুথ থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষ বিজেপিতে যোগদান করলেন।বিজেপির দাবি  সবনাম আলি খান, রহমন আলী খান, আসেকুর আলি খান, সারাজুল আলি খানের সাথে আসা এই মস্নুষ গুলো বিজেপির নীতি নিষ্ঠার প্রতি আকৃষ্ঠ হয়েই এই সিদ্ধান্ত নিয়েছে।

বিজেপির কাঁথি জেলা কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে বিজেপিতে যোগদানকারি এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা আগে তৃনমূলের এক নিষ্ঠ কর্মী ছিলেন।

 এই যোগদান অনুষ্ঠানে এই তৃনমূল ত্যাগীদের বিজেপি পতাকা ধরিয়ে ও উত্তরী দিয়ে বরণ করেন জেলা সম্পাদক নবীন প্রধান,কল্লোল কর, পূর্ব মণ্ডল সভাপতি নিলেশ মণ্ডল, সাধারণ সম্পাদক দীপক নায়ক, সহ সভাপতি অর্জুন প্রধান,কৃষাণ মোর্চা সভাপতি নির্মল জানা, সংখ্যা লঘু মোর্চা সভাপতি সেখ রাজীব, যুব মোর্চা সভাপতি পাঁচু গোপাল খাটুয়া সহ মন্ডল ও শক্তি কেন্দ্রের নেতৃত্বরা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন