ঘাটালে এস ইউ সি আই দলের নির্বাচনী সভা

  



আসন্ন বিধানসভা নির্বাচনে ঘাটাল (তপশিলি) কেন্দ্রে এস ইউ সি আই(সি) দলের প্রার্থী অঞ্জন জানা 'র সমর্থনে আজ ঘাটালে পাঁশকুড়া বাসস্ট্যান্ডে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্যা অনুরূপা দাস, জেলা কমিটির সদস্য নারায়ণ চন্দ্র নায়ক,প্রার্থী অঞ্জন জানা,দাসপুর কেন্দ্রের প্রার্থী জগদীশ মন্ডল অধিকারী প্রমুখ। 

অনুরূপা দাস তার বক্তব্যে, কৃষক - শ্রমিকের আন্দোলনকে শক্তিশালী করতে , সাম্প্রদায়িক-ফ্যাসিস্ট ও কর্পোরেট স্বার্থরক্ষাকারী বিজেপি এবং দুর্নীতিগ্রস্ত তৃনমুল এবং সুবিধাবাদী কংগ্রেস ও বামফ্রন্ট প্রার্থীদের পরাস্ত করে,ঘাটাল মহকুমার সার্বিক উন্নয়নের স্বার্থে গণআন্দোলনের একমাত্র শক্তি এস ইউ সি আই (কমিউনিস্ট) প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। 

নেতৃবৃন্দ ঘাটাল মহকুমার বন্যা ও জলনিকাশী সমস্যা সমাধানে মাস্টার প্ল্যান কার্যকর,পরিবহন ব্যবস্থার উন সহ বিভিন্ন  দাবীতে গড়ে ওঠা আন্দোলনের কন্ঠস্বরকে বিধানসভার কক্ষে পৌঁছে দিতে দলীয় প্রার্থীকে সমর্থন করার আবেদন জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন