বিজেপি তৃণমূল সংঘর্ষে আহত ৭,গ্রেফতার ৫

 



প্রদীপ কুমার সিংহ 


তৃণমূল-বিজেপি সংঘর্ষ উত্তপ্ত হয়ে উঠলো দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থানার কচুখালী এলাকা। এই ঘটনায় উভয় পক্ষের আহত হয়েছেন সাতজন। তৃণমূলের তরফ থেকে তাদের ৫ জন আহত হয়েছে বলে দাবি করা হয়েছে। অন্যদিকে বিজেপি জানিয়েছে তাদের ও দু'জন আহত হয়েছে তৃণমূলের আক্রমণের। এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।


        উল্লেখ্য শনিবার তৃণমূলের লোকজন যখন বাজার থেকে বাড়িতে ফিরছিলেন তখন তাদের উপর বিজেপির লোকজন আক্রমণ করে বলে অভিযোগ। এই ঘটনায় দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এরপর গাড়ি গুলিকে ফেলে দেওয়া হয় পুকুরে। ঘটনার পর আহত দুই তৃণমূল কর্মী ও এক বিজেপি কর্মীকে নিয়ে আসা হয় গোসাবা রুরাল হাসপাতালে। সেখানে চিকিৎসা চলছে ওই তিন ব্যক্তির।ইতিমধ্যে ঘটনায় অভিযোগ জানিয়ে তৃণমূল এবং বিজেপির দু'পক্ষই গোসাবা থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছে।


           এই ঘটনা নিয়ে গোসাবার  জয়ন্ত নস্কর বলেন আমাদের কর্মীদের আক্রমণ করে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে বিজেপি। পুলিশকে নিরপেক্ষভাবে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছি।


অন্যদিকে গোসাবার বিজেপি প্রার্থী চিত্ত পরামানিক বলেন , তৃণমূল পরিকল্পিতভাবে আমাদের কর্মীদের মারধর করছে। পুলিশ উল্টে আমাদের কর্মীদের গ্রেফতার করছে।


           এই ঘটনায় ধৃতদের শনিবার আলিপুর আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনার পর ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে ওই এলাকায়।


        

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন