তমলুক-হলদিয়াতে বাম-কংগ্রেস জোটের মনোনয়ন

 


বৃহস্পতিবার নিমতৌড়িতে পূর্ব মেদিনীপুর জেলা শাসকের অফিসে বাম কংগ্রেস জোটের তিন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন । পূর্ব পাঁশকুড়া কেন্দ্রে সিপিএমের ইব্রাহিম আলি, পশ্চিম পাঁশকুড়া কেন্দ্রে সিপিআইর চিত্তদাশ ঠাকুর ও চন্ডীপুর বিধানসভায় সিপিএমের আশিষ গুছাইত মনোনয়ন পত্র জমা দিলেন।



অপরদিকে সংযুক্ত মোর্চা সমর্থিত হলদিয়ায় সিপিআই(এম) প্রার্থী  মনিকা কর পাইক ও মহিষাদল বিধানসভায় আই.এস.এফ প্রার্থী বিক্রম চ্যাটার্জি হলদিয়া মহকুমা শাসকের অফিসে নমিনেশন জমা দেয়। 

তমলুক ও হলদিয়ায় জোটের প্রার্থীদের সমর্থনে বিশাল মিছিল করে দলীয় সমর্থকেরা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন