পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে বৃহস্পতিবার সেন্ট্রাল বাস স্ট্যান্ডের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিবাদ সভা হয়। নন্দীগ্রামে তৃনমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপরে যেভাবে হামলা করেছে বিজেপি তার প্রতিবাদে এই ধিক্কার সভা হয়।
এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদে কো মেন্টর হাবিবুর রহমান, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি রুমানা আক্তার, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটির সদস্য আবেদ আলী খান, কাঁথি পিকে কলেজের তৃনমূল ছাত্র পরিষদের ইউনিট সভাপতি শেখ ইমরান, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক শেখ সাজিদ, তৃণমূল ছাত্র পরিষদের জেলা কমিটির সদস্য সেক মাসুম, তিতুন শুভ্র দাস, তৃণমূল ছাত্র নেতা শেখ মোস্তাক, শেখ সরতাজ, শিক্ষক নেতা পলাশ প্রামানিক এবং তৃণমূল নেতা সিদ্ধেশ্বর প্রধান প্রমুখ।
এই প্রতিবাদ সভায় উপস্থিত বক্তারা তাঁদের ভাষনে বিজেপি সহ বিরোধীদের তীব্র আক্রমন করেন ।