প্রদীপ কুমার সিংহ
চাম্পাহাটি গ্রাম পঞ্চায়েত কমলপুর থেকে সোলগোয়ালিয়া স্কুল হয়ে চাম্পাহাটি রেল লাইন পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার মাটির রাস্তার পিচের রাস্তার হবে, তার শিলান্যাস করেন জেলা পরিষদের উপাধ্যক্ষ জয়ন্ত ভদ্র।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কানন বালা দাস, সহ-সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী সহ ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য সদস্য এবং অন্যান্য নেতা ও নেত্রীবৃন্দ। এই রাস্তা তৈরি করতে খরচ হবে প্রায় ত্রিশ লক্ষ টাকা।
এই টাকাটা অনুমোদন করে এনেছেন জেলা পরিষদের উপাধ্যক্ষ জয়ন্ত ভদ্র।রাস্তা তৈরি করতে সময় লাগবে এক মাস। কমলপুর থেকে চাম্পাহাটি স্টেশনে যাবার এই একটাই রাস্তা ছিল মাটির।
বর্ষাকালে এই রাস্তাদিয়ে এলাকার মানুষ ঠিকমতো যাতায়াত করতে পারতো না। কাদা থাকতো সবসময় মানুষ দুর্ঘটনার কবলে পড়তো। এখন পিচের রাস্তা অনুমোদন হওয়াতে এলাকার মানুষরা বড়ই খুশি।