প্রদীপ কুমার সিংহ
বারুইপুর মাদারাট মাস্টার পাড়া দূর্গা পূজা কমিটির পরিচালনায় একটি রক্তদান, চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষার শিবিরের আয়োজন করে। সহযোগিতা করে একটি বে-সরকারী ব্লাড ব্যাঙ্ক ও একটি বেসরকারি আই কেয়ার এবং বারুইপুর লায়ন্স ক্লাব। এই শিবির আরম্ভ হয় সকাল দশটার সময়।
প্রায় ৮০ জন মানুষ চক্ষু পরীক্ষা করে। ৫০ জন মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা করে, এবং এই মহামারীর সময় পুরুষ ও মহিলা মিলে ৩০ জন রক্তদাতা রক্ত দান করেন। তবে এই শিবের কোনো উপহারের ব্যবস্থা ছিল না।পূজা কমিটির সম্পাদকের সঙ্গে কথা বলে জানা সারা বছর সামাজিক কাজ করে থাকে এই পূজা কমিটি।
উল্লেখ যোগ্য ভাবে বলা যায় এই রক্ত শিবিরে একজন প্রথম বর্ষের ছাত্রী জীবনে প্রথম তার দান করেন। তার সঙ্গে কথা বলে জানা যায় সে এই প্রথম রক্তদান করলো।তার কোনো শরীর খারাপ হয়নি। সে রক্ত দান করতে পেরে খুবই খুশি হয়েছে। এবং বলে অসুস্থ মানুষের এই রক্ত কাজে লাগলে খুব খুশি হবো।