এগরার ছত্রীতে বঙ্গ ধ্বনি যাত্রা তৃণমূলের



বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচি পালন করল রাজ্যের শাসকদল। সারা রাজ্যের সাথে পূর্ব মেদিনীপুর জেলার এগরা-১ ব্লকের ছত্রী অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় বঙ্গধ্বনী যাত্রা। এ দিন ছত্রী গ্রাম পঞ্চায়েত থেকে র‍্যালি শুরু হয়ে দোঁবাধি, আইলান, নিহারী, উষ্মা- সহ একাধিক গ্রামে ঘুরে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ কর্মসূচি পালন করা হয়। 

পাশাপাশি সাধারণ মানুষের কাছে মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের রিপোর্ট কার্ড তুলে দেওয়া হয়েছে বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। এরপরে দোঁবাধি বাসস্ট্যান্ডে  পথসভাও হয়। বক্তারা কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন। 

উপস্থিত ছিলেন এগরা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, সহ-সভাপতি রাধাকান্ত বর , ব্লকের ভূমি কর্মাধ্যক্ষ চন্দ্রকান্ত মাইতি, ছত্রী অঞ্চল তৃণমূলের সভাপতি সত্য চক্রবর্তী, ব্লক যুব তৃণমূল সভাপতি শান্তনু নায়ক, পাঁচরোল অঞ্চল তৃণমূল সভাপতি অশোক দাস, এগরা-১ পঞ্চায়েত সমিতির সদস্য মঞ্জু মাইতি, আশীষ দাসমহাপাত্র, মৃত্যুঞ্জয় দাস, সুখেন্দু দাস, অশোক মাইতি, মিহির গিরি, সুজিত মাইতি প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন