কংগ্রেসের উদ্যোগে তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবস পালন

 


তাম্রলিপ্ত জাতীয় সরকারের ৭৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে পূর্ব মেদিনীপুর জেলা জাতীয় কংগ্রেসের উদ্যোগে  জাতীয়পতাকা উত্তোলন করে  তমলুক শহরে পদযাত্রা ও স্বাধীনতা আন্দোলনের বীর ও মনীষিদের মুর্তিতে মাল্যদান ও রক্তদান শিবির ও আলোচনা সভা অনুষ্ঠিত হলো জেলা কংগ্ৰেস কার্যালয়ে।

 পতাকা উত্তোলন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কংগ্রেস সভাপতি মানস করমহাপাত্র।বক্তব্য রাখেন জেলা কংগ্রেসের সহ সভাপতি  মদনমোহন জানা, মাখন চন্দ্র ঘোড়াই,স্বাধীনতা সংগ্ৰামের বীর শহীদরা যে রক্তের বিনিময়ে তমলুকে তাম্রলিপ্ত স্বাধীন সরকার তৈরী করছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

 উপস্থিত ছিলেন জেলার পাঁচজন সাধারণ সম্পাদক বিকাশ প্রামাণিক, কল্যাণ রায়, সনৎ বটব্যাল, বারিদ বরণ মহান্তি, আরিফ আহমেদ শেখ। এছাড়াও ছিলেন  বাদল চন্দ্র পতি, জয়ন্ত চৌধুরী, শেখ কুতুবুদ্দিন, মৃত্যুঞ্জয় ভট্টাচার্য, চিন্ময় মন্ডল, প্রদীপ চৌধুরী, প্রদীপ মালাকার, সুরজিৎ ত্রিপাঠী, শ্রীতম মিদ্দা এবং কংগ্রেসের নেতা ও কর্মীরা ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন