জনপ্রিয় যাত্রা শিল্পী কুমার কৌশিক প্রয়াত



সারা পশ্চিমবঙ্গের একসময়ের জনপ্রিয় যাত্রা শিল্পী কুমার কৌশিক ( কৌশিক মাইতি) কোলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে কর্কটরোগে চিকিৎসাধীন অবস্থায় বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

যাত্রা শিল্পের সাড়া জাগানো নায়কের বয়স হয়েছিল মাত্র ৫০ বছর।

খেজুরী-২ ব্লকের গোপীচক গ্রামের বাসিন্দা কুমার কৌশিক সহধর্মিণী ও কলেজ পড়ুয়া কন্যা সহ অগণিত গুণমুগ্ধ ও সহযোগী দের রেখে গেলেন। তিনি বহু যাত্রাপালায় নায়কের ভূমিকায় অভিনয় করে লোকপ্রিয়তা অর্জন করেছিলেন।

 কুমার কৌশিকের অকাল প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। মামুদ হোসেন প্রয়াত যাত্রাশিল্পীর পরিবারবর্গকে সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া যাত্রা শিল্পের কলাকুশলী মর্মবেদনা জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন