বিশ্ব নবী দিবস উপলক্ষে একগুচ্ছ সামাজিক কর্মসূচী

 


বড় দারুয়া সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে বিশ্ব নবী দিবস উপলক্ষে বুধবার সংঘ ভবনে সুস্থি ইলেক্ট্রো হোমিও মেডিকেল কলেজ এন্ড ইনস্টিটিউট এর পরিচালনায় একটি স্বাস্থ্য  সচেতনতা শিবির আয়োজন করা হয়। 

এই স্বাস্থ্য সচেতনতা শিবিরে  এলাকার বাসিন্দা ১০০ জনের বেশি মানুষের স্বাস্থ্য পরীক্ষা ও রক্ত গ্রুপ নির্ণয় হয়।এবং ৪০ জন দুস্থ ও প্রবীণ  নাগরিকদের শীতবস্ত্র বিতরণ করা হয়। 

বস্ত্র বিতরণী সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও উত্তম  বারিক, কাঁথি মহকুমার  মৎস্য জীবী ইউনিয়নের সহ-সভাপতি আমিন সোহেল, প্রাক্তন কাউন্সিলর জাভেদ আখতার,  বড় দারুয়া হাল বস্তির মহলাদার আজিজুল উদ্দিন, সরদার আবেদ আলি খান সংঘের সভাপতি শেখ হাসান আলি, সম্পাদক সেক আবেদ উদ্দিন প্রমুখ 

অনুষ্ঠানটি পরিচালনা করেন  শেখ আসেক উদ্দিন ও সেক ওসমান আলী।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন