দিঘায় ভয়াবহ দুর্ঘটনা:আশংকাজনক যুবক

 


পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘায় মঙ্গলবার সকালে ভয়াবহ দুর্ঘটনা হয় ।এই দুর্ঘটনার কবলে পড়ে গুরুত্বর আহত হয়েছে কৌশিক জানা নামের এক যুবক।এই যুবকের বাড়ি রামনগর থানা এলাকার বালিসাই এর  বাকপুরাতে ।

জানা গেছে সকালে দিঘা থেকে রামনগরের দিকে আসছিলো কৌশিক।উল্টো দিক থেকে লরী।দিঘা বাইপাসে লরি বাইকে মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনা পর পলাতক লরি কে নিউদীঘা থেকে মোহনা কোষ্টাল থানার পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন