পরিযায়ী শ্রমিকদের পাশে স্বেচ্ছাসেবী সংস্থা "গুঞ্জ" ও কাজলা জনকল্যাণ সমিতি

 



 কভিড- ১৯ প্রকপের সময় মানুষের স্বাভাবিক জীবনে নেমে এসেছিল এক অনিশ্চয়তা ছাপ, স্বাধীন ভারতে এমন ভয়াবহতা এই প্রথম । গ্রামীণ এলাকার অনেক পরিযায়ী শ্রমিক কাজ হারিয়ে গ্রামে ফিরে এসেছে।

 তারা আজ গৃহবন্দি বাইরে কাজে আর না গিয়ে নিজেরা নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে যাতে স্বনির্ভর হতে পারেন, সেই লক্ষ্যে জাতীয় স্তরে খ্যাতিসম্পন্ন স্বেচ্ছাসেবী সংস্থা  "গুঞ্জ" এর আর্থিক সহযোগিতায় এবং পূর্ব মেদিনীপুর জেলা দেশপ্রাণ ব্লক এর ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন কাজলা জনকল্যাণ সমিতির ব্যবস্থাপনায় পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি -১, দেশপ্রাণ ,কাঁথি-৩, পটাশপুর -১, ভগবানপুর -২ ব্লকের পরিযায়ী শ্রমিকদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হল ।  

উপকৃতিদের মধ্যে  কৃষক ৯৫ জন, কাঠের মিস্ত্রী ১১ জন, ইলেকট্রিক মিস্ত্রি -৬ রাজমিস্ত্রি ৭ জন, পাইপলাইনের মিস্ত্রি ১৩ জন, রংমিস্ত্রি ৩ জন, সাইকেল সারানো মিস্ত্রি ১৮ জন, মুচি ৫ জন, নাপিত-৯।

সহায়ক সংস্থা গুলি থেকে জানা গেছে মোট ১৭০ জন দক্ষতা ভিত্তিক পরিযায়ী শ্রমিকদের হাতে প্রয়োজনীয় যন্ত্রপাতি তুলে দেয় কাজলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক  স্বপন কুমার পন্ডা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন