আওয়াজ সংগঠনের রাজ্য কমিটির বৈঠকে আগামীকাল ১৮ ডিসেম্বর প্রতিটি জেলায় আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভার্চুয়াল সভায় অংশ গ্রহণ করেন আওয়াজের রাজ্য সম্পাদক অধ্যাপক শহীদুল হক,ডাঃ ফুয়াদ হালিম,পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মামুদ হোসেন, সভাপতি বিধায়ক ইব্রাহিম আলি প্রমুখ নেতৃবৃন্দ।
আওয়াজের জেলা সম্পাদক মামুদ হোসেন জানান আগামীকাল বিকাল ৩ টায় দেশপ্রাণ ব্লকের অযোধ্যাপুর বাজারের মঞ্জুশ্রী হলে সংখ্যালঘু অধিকার রক্ষা দিবস উদযাপন উপলক্ষে দেশের সংবিধানের ধর্মনিরপেক্ষতার মৌলিক অাদর্শকে জাগরূক রাখা সহ অর্থনৈতিক দেউলিয়াপণার বিরুদ্ধে আলোচনাচক্র আয়োজিত হবে।
বিভেদ, হিংসা, দ্বেষ, রোষ মুক্ত হয়ে মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ সংগ্রামে সামিল হওয়ার আহ্বান জানান আওয়াজের জেলা সম্পাদক মামুদ হোসেন।