করোনা আক্রান্ত হয়ে প্রাক্তন জেলা পরিষদ সদস্য প্রয়াত

 


পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন সদস্য ও সিপিআইএম নেতা এগরা শহরের বাসিন্দা অলক দে (৬৮)করোনা আক্রান্ত হয়ে গতকাল প্রয়াত হয়েছেন। তিনি এগরা-১ ব্লক থেকে   জেলা পরিষদ আসনে জয়ী হন । গত ১৯৮৩-৮৮ সাল অবধি তিনি জেলা পরিষদ সদস্য ছিলেন।

 রাজনীতির পাশাপাশি এই বাম  নেতা অলক দে বহুবিধ সমাজকল্যাণ মূলক কাজকর্মের সাথে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন সিপিআইএম নেতা তথা বিগত বিধানসভা নির্বাচনে এগরা বিধানসভা কেন্দ্রের বামফ্রন্টের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুদ হোসেন। এছাড়া শোকজ্ঞাপন করেন সিপিআইএম এর এগরা এরিয়া কমিটির সম্পাদক সমীর সামন্ত,সুকুমার দাস প্রমুখ নেতৃবৃন্দ। 

তাঁরা প্রয়াত নেতার পরিবারবর্গকে সমবেদনা জ্ঞাপন করেন। তিনি সহধর্মিণী, এক পুত্র ও কন্যা সহ অগণিত গুণমুগ্ধ সহযোগী দের রেখে গেলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন