ইন্দ্রজিৎ আইচ
কলকাতা প্রেক্ষাপট নাট্যদল বাটা নগর স্পোর্টস ক্লাবে র মঞ্চে আগামী ১২ ও ১৩ ই ডিসেম্বর ২০২০ শনিবার ও রবিবার সন্ধ্যায় মঞ্চস্থ করতে চলেছে দুদিনের নাট্যমেলা ২০২০। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির আর্থিক সহায়তা য় এই উৎসব অনুষ্ঠিত হবে।প্রথম দিন সন্ধ্যায় এই নাট্য উৎসবের শুভ সূচনা করবেন বালিগঞ্জ ব্রাত্যাজন এর কর্ণধার বিজয় মুখোপাধ্যায় ও রামপুর পদধ্বনি নাট্য দলের পরিচালক রবিন চক্রবর্তী।মঞ্চে উপস্থিত থাকবেন কলকাতা প্রেক্ষাপট এর কর্ণধার অভিজিৎ গাঙ্গুলী। তারপর মঞ্চস্থ হবে বালিগঞ্জ ব্রাত্যাজন এর নতুন পূর্ণাঙ্গ নাটক "অপত্য"। নাটক অনির্বান সেন। সম্পাদনা ও নির্দেশনা প্রেমাংশু রায়।
দ্বিতীয় দিন সন্ধ্যায় প্রথম নাটক মঞ্চস্থ হবে শ্রীনগর হাবরা নাট্য মিলন গোষ্ঠী র নাটক "জন্মদিন", রচনা ও নির্দেশনা দিলীপ ঘোষ। পরের নাটক টি হবে আগরপাড়া থিয়েটার পয়েন্ট এর নাটক "মুঠোয় পৃথিবী", রচনা শান্তনু মজুমদার। নির্দেশনা জয়দীপ ভৌমিক। সব শেষে মঞ্চস্থ হবে কলকাতা প্রেক্ষাপট নাট্য দলের নাটক " অন্য উপেন"। রচনা হর্ষ বর্ধন চৌধুরী। নির্দেশনা অভিজিৎ গাঙ্গুলী।