পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ১ ব্লকের মানিকপুর সমবায় সমিতিতে গতদিন রাতে চুরি করার সময় ২ জনকে হাতেনাতে ধরে সিভিক ভলেন্টিয়ার ও স্থানীয় মানুষেরা।যদিও একজন দুষ্কৃতী পালিয়ে যায়।সমবায়ের পদাধিকারীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন।কি কি জিনিসপত্র ক্ষতি হয়েছে বা খোয়া গেছে সেগুলো কজতিয়ে দেখে থানায় অভিযোগ করেন।
ঘটনাস্থল থেকে দুজনকে রাতে থানায় নিয়ে যায় পুলিশ।পরে আরো এক দুষ্কৃতী ধরা পড়ে ।ধৃতরা হলেন সেক হাসিবুল ,সেক দিবার ও সেক রাজু।
ধন্যবাদ জানাই নন্দীগ্রাম থানা কে এতো সুন্দর পরিকল্পনামাফিক দুষ্কৃতীদের ধরার জন্য।
উত্তরমুছুন