মারন ভাইরাস করোনার আবহ এখনও সারা পৃথিবী সহ এই রাজ্য জুড়ে ।ভাইরাসের বিরুদ্ধে লড়াই চলছে,ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সারা পৃথিবী।
তার মধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের আঁড়োর পঞ্চপল্লী দূর্গোৎসব কমিটির উদ্যোগে রবিবার সন্ধ্যায় আয়োজিত হলো বিজয়া সম্মিলনী ও মিলন উৎসব।আর এই উপলক্ষে কোভিড যোদ্ধাদের সম্মাননা জ্ঞাপন করা হয়। পুলিশ,স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় মানুষজন যারা করোনাকে জয় করে ফিরেছেন এমন ব্যক্তিদের এদিন সম্মান জ্ঞাপন করা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোলাঘাটের প্রাক্তন বিধায়ক বিপ্লব রায়চৌধুরী, জেলা পরিষদের সদস্য গৌরমোহন দাশঠাকুর, কোলাঘাট বীট হাউস থানার আই সি সমর মিশ্র,সমাজসেবী মদন মিশ্র সহ পঞ্চপল্লী দূর্গোৎসব কমিটির সদস্যরা।কমিটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা