পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের আশুরালী সৃষ্টি ক্লাবের পূজো ১৩ তম বর্ষে পদার্পন করলো।মহাষষ্ঠীর দিন সন্ধ্যায় সূচনা করেন কোলাঘাটের বিডিও মদন মন্ডল।এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্টজনেরা।প্রতি বছরই ক্লাব সদস্যরাই মন্ডপ ও প্রতিমা তৈরী করে থাকেন।
এবছরও মন্ডপসজ্জা করেছেন হোগলা পাতা দিয়ে মন্দিরের আকৃতির মতো তুলে ধরার চেষ্টা করেছে।আর প্রতিমাও রীতিমতো নজরকড়া।ক্লাব আয়োজকদের আশা করোনা ভীতি কাটিয়ে এবং সরকারী বিধি নিষেধ মেনে পূজো মন্ডপে বহু সংখ্যক মানুষ আসবেন
