শিশুদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলো পাশে আছি বন্ধু গ্রুপের যুবকেরা

 


করোনায় অর্থনৈতিক সংকটের কারনে অসহায় দিন কাটাচ্ছেন বহু মানুষ। সেই সমস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে এলো পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত চক্চাঁদপোতা গ্রামে কয়েক জন যুবক। গিরিধারী সামন্ত, শ্রীকৃষ্ণ মাইতি, শ্রীমন্ত সাহু, অভিজিৎ গুছাইৎ, গোপাল সামন্ত রা। পুজোয় শিশুদের এক চিলতে হাসি ফোটাতে তাদের এই উদ্যোগ। 

আজ এলাকার ৪০টি অসহায় শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেন এই যুবকেরা। তাদের পাশে দাঁড়িয়েছেন পঞ্চায়েত সদস্য থেকে এলাকায় বিশিষ্ট ব্যক্তিজনেরা। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চক্চাঁদপোতা গ্রামের পঞ্চায়েত সদস্য গোবিন্দ সামন্ত, রাধাকান্ত সামন্ত বিশ্বজিৎ গুছাইৎ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

গ্রুপের পক্ষ থেকে শ্রীকৃষ্ণ মাইতি জানান, আমরা করোনা আবহে দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি।  তার উপর এই বছর অতিমারীর কারনে বহু মানুষ কাজ হারিয়ে বাড়িতে বসে আছে। সংসার চালাতে হিমসিম খাচ্ছে।‌ সেইসব দুঃস্থ পরিবারের শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেই। পুজোয় নতুন পোশাক উপহার হিসাবে পেয়ে বেজায় খুশিরা। এলাকার মানুষও এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন