বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু নির্মান শ্রমিকের




প্রদীপ কুমার সিংহ

 ইলেকট্রিক পোস্টে আরথিং তারে বিদ্যুৎ প্রহাবিত হয়ে যাওয়ায় রাবিশ তুলতে এসে মারা গেলেন এক ব্যক্তি। নাম বহিবুর রহমান(৫৬)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা বারুইপুর শাহজাহান রোডে।


 বহিবুড় আসল  বাড়ি  ঝাড়খন্ডের   সাহাগঞ্জ এর আগলৈতে।এখানে বারুইপুর মাদারহাট মসজিদ পাড়ায় ভাড়া থাকতেন।


আজ সকালে  কাজ  করছিল বাড়িতে বহিবুর। রাবিশ লাগবে বলে বারুইপুর সাজাহান রোডে ভ্যান নিয়ে আসে। সেখানে কোদাল দিয়ে  রাবিশ তোলার সময় হঠাৎ ইলেকট্রিক  পোস্ট এর আর্থিং লাইনে কোদাল  লেগে যায়। আর তাতেই বিদ্যুৎ সংযোগ হয়ে আশঙ্কাজনক অবস্থায় মাটিতে পড়ে যায়।

পরে বারুইপুর থানায় খবর দিলে বারইপুর থানা পুলিশ বহিবুড়কে নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

পরে বহিবুর রহমান এর দেহটি পুলিশ ময়নাতদন্তের জন্য নিজে যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন