প্রদীপ কুমার সিংহ
পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত পয়লা অক্টোবর পথশ্রী নামে একটি প্রকল্প জলপাইগুড়িতে উদ্বোধন করেছিলেন।
প্রায় 12 হাজার কিলোমিটার রাস্তা রিপিয়ারিং হবে ও নতুন রাস্তা তৈরি হবে।
তার অঙ্গ হিসাবে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর ব্লকে হরিহর পুর গ্রাম পঞ্চায়েত, মল্লিক পুর গ্রাম পঞ্চায়েত, বারুইপুর মদারাট গ্রাম পঞ্চায়েতের, ধবধবি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের চার-চারটি নতুন রাস্তা উদ্বোধন করেন বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ও বারুইপুর মহাকুমা শাসক দেবারতি সরকার।
দীর্ঘদিন ধরে বারুইপুর ব্লকের বিভিন্ন এলাকায় বেশ কিছু রাস্তা বর্ষায় জলে খারাপ হয়ে থাকার দরুন মানুষের চলাচলের অসুবিধা হচ্ছিল। রাস্তায় বড় বড় গর্ত হয়ে গিয়েছিল মানুষ চলাচলে এতটাই অযোগ্য হয়ে গেছিল কিছু দুর্ঘটনা ও তখন ঘটেছে।
সেই রাস্তা মেরামত করে মানুষের চলাচলের যোগ্য করে তুলল।
হরিহর পুর গ্রাম পঞ্চায়েতের সালেপুরে একটি রাস্তা তিন মাস ধরে মেরামত করে। তাতে 3 লক্ষ 41 হাজার টাকার মতো খরচ হয়েছে। সেই রাস্তা নতুন করে তুলল পশ্চিমবঙ্গ সরকার। তাতে করে এলাকার মানুষরা সাথে খুবই খুশি।
Onek manusher subidhe hobe
উত্তরমুছুন