উত্তরপ্রদেশে এক ১৯ বছর বয়সি দলিত কণ্যা মনিষা বাল্মিকীকে ধর্ষণ করে গম ক্ষেতে পুড়িয়ে মারা, কৃষকদের বিরুদ্ধে কালা-আইন প্রয়োগ ও সর্বভারতীয় জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী- প্রিয়াঙ্কা গান্ধীকে হেনস্হা করার প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের ডাকে শ্রীরামপুর বাজারে অবস্থান বিক্ষোভ কর্মসূচী পালিত হয় ।
পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস নেতৃত্বের উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচী। উপস্থিত ছিলেন ময়নার প্রাক্তন বিধায়ক মানিক ভৌমিক , অসংগঠিত শ্রমিক কংগ্রেস এর জেলা সভাপতি সেক জিয়াদ , জেলা কংগ্রেস সদস্য নির্মল কুমার মাইতি,প্রদীপ চৌধুরী, দিপক মাইতি, প্রদীপ ভৌমিক, সনত দাস ,তারা শঙ্কর প্রধান , ও অনান্য কর্মী বৃন্দ।
বিজেপি পরিচালিত কেন্দ্র ও রাজ্য সরকারের এই নির্মম পদক্ষেপের প্রতিবাদে মোমবাতি প্রজ্জ্বলন সহকারে মৌন মিছিলে পরিসমাপ্তি ঘটে