কেন্দ্র সরকারের কৃষি বিল বাতিলের দাবি




শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-১ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মংলামাড়ো বাজারে  কৃষি বিলের বিরোধীতায় প্রতিবাদ মিছিল ও পথসভার আয়োজন করা হয়। এ দিনের প্রতিবাদ মিছিলে কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থকেরা হাজির ছিলেন।

 নেতৃত্বে ছিলেন পটাশপুর-১ ব্লক তৃণমূল সভাপতি তাপস কুমার মাজি, ব্লকের কর্মাধ্যক্ষ মুক্তি রঞ্জন বেরা, কর্মাধ্যক্ষ আহাদ আলি, প্রসেনজিৎ সাউ প্রমুখ। কেন্দ্র সরকারের কৃষিবিল নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা করে চলেছে শাসকদল।

 তৃণমূলের দাবি প্রধানমন্ত্রী অবাঞ্ছনীয় ভাবে কৃষকদের বিপদে ফেলার লক্ষ্যে এমন বিল পাশ করছে, তাঁর তীব্র বিরোধিতা করে তাঁরা রাজ্যের বিভিন্ন প্রান্তে পথসভা ও মিছিলের মধ্য দিয়ে প্রতিবাদ জানিয়ে কৃষিবিলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবে। তবে কেন্দ্রের কৃষিবিলের বিরুদ্ধে শাসকদলের বিক্ষোভ কি আদৌ কৃষিবিল রুখতে পারবে ,এমনটাই প্রশ্ন উঠে আসছে জনসাধারণের কাছ থেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন