স্কুলের জানালার রড কেটে লুঠ ৮৫ হাজার টাকা




প্রদীপ কুমার সিংহ 


এক মাসের মধ্যে আবারও স্কুলের চুরির ঘটনা কুলতলিতে। জামতলার পর এবার স্কুলের প্রধান শিক্ষকের ঘরের জানালা রড কেটে চুরি কৈখালী গোপালগঞ্জ হাই স্কুলে। পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। প্রধান শিক্ষকের জানালার রড কেটে স্কুলে লুঠ। নগদ প্রায় ৮৫ হাজার টাকা সহ স্কুলের বহু গুরুত্বপূর্ণ নথি চুরি যাওয়ার অভিযোগ স্কুল কর্তৃপক্ষের।

 বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনা কুলতলী থানা এলাকার কৈখালী গোপালগঞ্জ হাইস্কুলে। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করে স্কুল কর্তৃপক্ষ।


স্কুল পরিচালন সমিতির সম্পাদক সুধর চন্দ্র হালদারের দাবি, করোনা আবহের মধ্যে লকডাউন আইন মেনে দীর্ঘ কয়েক মাস যাবত বন্ধ রয়েছে স্কুল। তবে, শুক্রবার সকাল প্রায় ১১ টা নাগাদ স্থানীয় লোকজন গোপালগঞ্জ স্কুলের প্রধান শিক্ষকের দপ্তরের জানালার রড কাটা দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পরে স্কুল কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়।


   সুধর চন্দ্র হালদার সহ স্থানীয় লোকজন স্কুলের তালা খুলে ভেতরে ঢুকে দপ্তরের পাঁচটি  আলমারি ভাঙ্গা অবস্থাই দেখতে পান তারা। পাশাপাশি সুধর চন্দ্র হালদারের অভিযোগ, স্কুলের একাধিক আলমারিতে থাকা প্রায় নগদ ৮৫ হাজার টাকা লুট করার পাশাপাশি স্কুলের বহু সরকারি গুরুত্বপূর্ণ নথি লুট করা হয় বলে অভিযোগ তার। 


ঘটনায় স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়েরের পর ঘটনাস্থল খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন