বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে রবিবার, কন্টাই পাবলিক স্কুলের সিলভার জুবিলী হলে সহস্রাধিক ছাত্রছাত্রীদের ২০২৩ - ২৪ শিক্ষাবর্ষের সার্বিক মূল্যায়নের ভিত্তিতে পুরস্কার প্রদান অনুষ্ঠান সুচারু রূপে সম্পন্ন হয়। এদিনের অনুষ্ঠানটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোট তিনটি পর্যায়ে পরিবেশিত হয় । পুরস্কার বিতরণী ছাড়াও ভিন্ন ভিন্ন স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছাত্র-ছাত্রীরা দক্ষতার সঙ্গে মঞ্চস্থ করে । ছাত্রছাত্রীদের দ্বারা রচিত পরিবেশ রক্ষার বিষয়ে ‘‘বাঁধ রক্ষা’’ নামে একটি মনোগ্রাহী নাটক উপস্থাপিত হয় । যা দর্শকদের নতুন দিশা দেখায়। এই অনুষ্ঠানের ব্যতিক্রমী ও আকর্ষণীয় দিকটি হলো ২০০৭ থেকে ২০২০ সাল পর্যন্ত বিদ্যালয়ের থেকে উত্তীর্ণ এবং বিভিন্ন ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত প্রাক্তনীদের অতিথি হিসাবে আমন্ত্রণ । তারাই এই অনুষ্ঠানে সমস্ত কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেয় । কয়েকজন প্রাক্তনী তাদের বিশেষ আবেগপূর্ণ অনুভূতি ও এই বিদ্যালয়ে পড়ার সুফল সম্পর্কে বক্তব্য রাখেন । উপস্থিত ছাত্র-ছাত্রী, অভিভাবক, বিদ্যালয়ের উপদেষ্টা মন্ডলী, বিদ্যালয় পরিচালন সমিতির সদস্যগণ এবং সুভাষিনী মেমোরিয়াল ট্রাস্টের উপস্থিত সদস্যগণ এই উদ্যোগের ভুয়সি প্রশংসা করেন । প্রসঙ্গত: অধ্যক্ষ শ্ সমরেন্দ্রনাথ দাস তার স্বাগত ভাষণে উল্লেখ করেন যে এই বিদ্যালয়ে শুধুমাত্র পড়াশোনায় কৃতি ছাত্রদের উৎসাহিত নয় বরং সাধারণ ছাত্র-ছাত্রীরা ও যাতে ভবিষ্যতে সঠিক দিশা পেতে পারে তার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ সদা সচেষ্ট থাকে । যার ফলে পড়াশোনায় সাধারণ মানের ছাত্রছাত্রী এই বিদ্যালয় থেকে পাশ করেও অনন্য সাধারণ পেশার সাথে যুক্ত থেকে জীবনে সুপ্রতিষ্ঠিত হয়েছে ।
Tags
পশ্চিমবঙ্গ