কোলাঘাট কে.টি.পি.পি হাই স্কুলে স্টং রুম হয়েছে তমলুক লোকসভা কেন্দ্রের । কে.টি.পি.পি হাই স্কুলের পিছনের চত্বর হল মেসাড়া গ্রাম।
গ্রামবাসীদের অভিযোগ বৃহস্পতিবার রাত্রে গাড়িতে করে কয়েকজন দুষ্কৃতী এখানে আসে,তাদের হাতে ওয়াকিটকি নিয়ে ঘোরাফেরা করতে দেখা যায়।
সন্দেহভাজন এই লোকেদের ঘিরে বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখায়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী।
পুলিশ আসার পরে আটক সন্দেহভাজন যুবকরা স্থান পরিত্যাগ করে। বিজেপির অভিযোগ ইভিএম চেঞ্জ করার জন্য তৃণমূল কংগ্রেসের আইপ্যাক এর ছেলেরা এসেছিল। তবে আমরা প্রতিরোধ করার পর পুলিশের সাহায্য নিয়ে বেরিয়ে চলে যায়। আর এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।ঘটনাস্থলে আসে তমলুক লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলী।তিনিও অভিযোগ করেন যে আইপ্যাকের ছেলেরাই এসেছিল এলাকার গন্ডোগোল বাধাতে।এই ঘটনা ঘিরে পুলিশের সাথে বিজেপি কর্মীদের মধ্যে বাঁধে তীব্র বচসা।পরে রাতে পুলিশ এসে অবস্থা স্বাভাবিক করে।যদিও এখনো পর্যন্ত তৃণমূলের কোন প্রতিক্রিয়া মেলেনি।
Tags
পশ্চিমবঙ্গ