কাঁথি ৩ ব্লকের বাথুয়াড়ী গ্রাম পঞ্চায়েতের মসজিদ মোড়ে তৃণমূলের কর্মী সভায় ১১ জন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করলেন। তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানালেন কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা জেলা সভাধিপতি উত্তম বারিক।উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির সভাপতি বিকাশ চন্দ্র বেজ, ব্লক তৃণমূলের সভাপতি নন্দদুলাল মাইতি, বাথুয়াড়ী অঞ্চল তৃণমূলের সভাপতি মৃগাঙ্কশেখর গিরি সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে এলাকায়। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যারা তৃণমূলে যোগ দিল তারা বিজেপির কেউ নয়। এতে দলের কোন ক্ষতি হবে না। এছাড়াও বলা হয় তৃণমূলের যে সমস্ত কর্মীরা রাজনীতি থেকে সরে গিয়েছিল তারাই যোগদান করলেন। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের নেতাকর্মীরা খুশি বলে জানা গেছে।
Tags
নির্বাচন