ময়নায় চাকরি দেওয়ার নাম করে টাকা নিচ্ছে তৃণমূল নেতার ভাই

চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছে ময়নার এক তৃণমূল নেতার ভাই।এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।অপরদিকে টাকা নিয়েও চাকরী না দেওয়ার অভিযোগে নেতার ভাইকে ধরে রাখলো গ্রামবাসীরা।

জানা গেছে পূর্ব মেদিনীপুর জেলার ময়নাতে চাকরি দেওয়ার নাম করে সাধারণ মানুষের থেকে টাকা তোলার অপরাধে ময়না পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সুদর্শন জানার ভাই অমিত জানাকে ধরে বেঁধে রাখলো গ্রামবাসীরা। ঘটনাটি সোমবার সকাল নটা নাগাদ ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায় এক ব্যক্তির কাছ থেকে চাকরি দেওয়ার নামে ১০ হাজার টাকা নেয় কর্মাধ্যক্ষের ভাই।আজ সকালে আরো ৫ হাজার টাকা নিতে আসলে তাকে ধরে রাখে গ্রামবাসীরা।এখনো অব্দি তাকে আটকে রেখেছে গ্রামবাসীরা ।খুব শীঘ্রই তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে জানান গ্রামবাসীরা

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন