চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছে ময়নার এক তৃণমূল নেতার ভাই।এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।অপরদিকে টাকা নিয়েও চাকরী না দেওয়ার অভিযোগে নেতার ভাইকে ধরে রাখলো গ্রামবাসীরা।
জানা গেছে পূর্ব মেদিনীপুর জেলার ময়নাতে চাকরি দেওয়ার নাম করে সাধারণ মানুষের থেকে টাকা তোলার অপরাধে ময়না পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সুদর্শন জানার ভাই অমিত জানাকে ধরে বেঁধে রাখলো গ্রামবাসীরা। ঘটনাটি সোমবার সকাল নটা নাগাদ ঘটে।
Tags
অপরাধ