গোপালচক সরোজিনী শিক্ষা নিকেতনে চক্ষু পরীক্ষা শিবির

রবিবার পীর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের স্বেচ্ছাসেবী সংগঠন কাজলা জনকল্যাণ সমিতি পরিচালিত গোপালচক সরোজিনী শিক্ষা নিকেতন এবং চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রমের সহযোগিতায় অভিজ্ঞ চিকিৎসক ও অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা দেশপ্রাণ ব্লকের গোপালচক বহুমুখী ঘূনিঝড় আশ্রয়স্থল কেন্দ্রে বিনা ব্যায়ে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। 

এই পরীক্ষা শিবিরে দারিয়াপুর গ্রাম পঞ্চায়েতের গোপালচক, ঝাওয়া, উত্তর ও দক্ষিণ হরশচক, বাকীপুট, বাঘাপুট ও পাশাপাশি এলাকা থেকে ১৯০ জন চক্ষু পরীক্ষা করেন। এর মধ্যে ৪১ জন ছানি ধরা পড়েছে। 

যাদের ছানী ধরা পড়েছে তাদের চৈতন্যপুর গিয়ে বিনামূল্যে ছানী অপারেশন হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন