দুষ্কৃতিকে অস্ত্র সহ গ্রেফতার করলো পুলিশ

প্রদীপ কুমার সিংহ :- বুধবার রাত্রে এক কুখ্যাত দুষ্কৃতিকে অস্ত্র সহ গ্রেপ্তার করলো পুলিশ। নির্বাচনের আগে আগ্নেয়াস্ত্র সহ এক কুখ্যাত দুষ্কৃতিকে গ্রেপ্তার করলো বারুইপুর থানার পুলিশ। বারুইপুর থানার অন্তর্গত সুভাস গ্রাম খিরিশতলা এলাকা থেকে অভিযুক্ত কে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে বারুইপুর থানায় বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস একটি সাংবাদিক বৈঠক করে বলেন ধৃতের নাম সইদুল সরদার(৩৫)। তার আসল বাড়ি জয়নগর থানা এলাকার চালতাবেড়িয়ায়। অভিযুক্ত মল্লিকপুর এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকত । তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে একটি ওয়ান সাটার এবং ছটি লাইভ তাজা কার্তুজ উদ্ধার করে বারুইপুর থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে বারুইপুর এবং জয়নগর থানায় মার্ডার, কিডন্যাপ, চুরি ছিনতাই সহ একাধিক মামলা রয়েছেে।

 ধৃত ব্যক্তি সুপারী কিলার।ধৃত এলাকায় বড় ধরনের একটি অপরাধ করার উদ্দেশ্যে পরিকল্পনা করছিল পুলিশ মনে করছে। এর জন্য সে আরো অনেককেই জড়ো চেষ্টা করছিল বলে ও জানা গিয়েছে। ধৃত ব্যক্তির বিরুদ্ধে আর্মস অ্যাক্ট এর মামলা রুজু করা হয়েছে।।অভিযুক্তকে বৃহস্পতিবারই বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয় পুলিশের পক্ষ থেকে। ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার মহামান্য বিচারকের কাছে সাত দিনের আবেদন জানায় পুলিশ। মহামান্য বিচারক ধৃত ব্যক্তিকে ৫ দিনে পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন