পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘায়
উইলোউড্ কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে ‘এক্সোটিকা’ অ্যাচিভার্স মিট হয়। সোমবার ও মঙ্গলবার দু'দিন ব্যাপি এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার প্রায় ২০০ বিক্রেতা।২০২৩ সালের সাফল্যর ওপর ভিত্তি করে নতুন বছরে এই ‘এক্সোটিকা’ অ্যাচিভার্স মিট। যারা পরিবেশ বান্ধব এই দানাদার ‘এক্সোটিকা’ কীটনাশককে কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। পাশাপাশি যে সব বিক্রেতারা ‘এক্সোটিকা’কে কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে ভালো পারফরম্যান্স করেছেন তাদের সম্বর্ধনা জ্ঞাপন করে উইলোউড্ কেমিক্যালস লিমিটেড। দানাদার কীটনাশক ‘এক্সোটিকা’র সাফল্য উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইলোউড্ কেমিক্যালস লিমিটেডের জেনারেল ম্যানেজার তথাগত সান্যাল , পশ্চিমবঙ্গের রিজিওনাল ম্যানেজার শান্তনু পন্ডা, পূর্ব ভারতের মার্কেটিং ম্যানেজার উজ্জ্বল গুহ প্রমুখ।
এই দানাদার কীটনাশক প্রস্তুত কারক সংস্থার দাবি, বাজারে মাজরা পোকা পাতামোড়া লাল কৃমি ভেঁপু সহ বিভিন্ন কীট রোধ করার জন্য যে সমস্ত কীটনাশক রয়েছে তাদের থেকে ভালো কাজ দেয় এই ‘এক্সোটিকা’ দানাদার কীটনাশক। এটি ক্যাপসুলেটেড প্রযুক্তিতে তৈরি হওয়ায় দীর্ঘ মেয়াদী সুরক্ষা দেয়। নীল ত্রিভুজ মার্কা কীটনাশক তাই পরিবেশে ক্ষতি করে না। এছাড়া দামও সামর্থ্যর মধ্যে হওয়ায় সহজেই কৃষকদের মন জয় করতে পেরেছে এই কীটনাশক।
Tags
পশ্চিমবঙ্গ