পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে ইসকনের নামে ভূয়োচক্র চাঁদা তুলে বেড়াচ্ছে। এমনই অভিযোগ করলেন খোদ কাঁথির পুরো প্রধান সুবল কুমার মান্না। বেশ কয়েকদিন আগে কাঁথি শহরে দীঘা বাইপাস এর কাছে এক ব্যক্তির স্থাবর অস্থাবর সম্পত্তি দানের উপরে নির্ভর করে ইসকনের আউটপোস্ট কেন্দ্র তৈরি হয়েছে। সেই কেন্দ্রের উপদেষ্টা মন্ডলীর সদস্য কাঁথি পুরসভার পুরো প্রধান সুবল কুমার মান্না।
তিনি বলেন কাঁথি শহরে ইসকনের নামে বেশ কিছু অসাধু ব্যক্তি চাঁদা সংগ্রহ করে বেড়াচ্ছে। ইসকনের এই ধরনের কোন নিয়ম নেই। এইভাবে ইসকনের চাঁদা তোলা বা চাঁদা দেওয়ার হয় না। তিনি আরো বলেন সাবধান থাকুন ওইসব ব্যক্তিদের কোন প্রকার চাঁদা দেবেন না। চাঁদা দিতে হলে ইসকন কেন্দ্রে গিয়ে জমা দিন। অসাধু ব্যক্তিদের দেখতে পেলে ইসকন আউট পোস্ট কেন্দ্রে খবর দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
Tags
অপরাধ