ভুল ঔষধ খেয়ে গুরুতর অসুস্থ তিন বছরের শিশু।

ভুল ঔষধ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লো এক তিন বছরের শিশু।ঔষধের দোকান থেকে ভুল ঔষধ দেওয়ায় এই বিপত্তি বলে প্রাথমিক ভাবে জানা গেছে । এই শিশুকে আশঙ্কা জনক অবস্থায় প্রথমে কৃষ্ণনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়,পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে সেখান থেকে স্থানান্তরিত করা হয় কলকাতায়।

 পরিবার এবং পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুর নাগাদ ওই শিশুটির বাবা কৃষ্ণনগরের একটি ওষুধের দোকান থেকে ঔষধ কেনেন। হঠাৎ মঙ্গলবার সকাল থেকে শিশুটিকে ঔষধ খাওয়ানোর পর থেকেই অসুস্থ হতে থাকে সেই শিশুটি। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে কৃষ্ণনগর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে দেখেন শিশুটিকে যে ঔষধ খাওয়ানো হয়েছিল সেগুলো আসলে বয়স্ক মানুষের নার্ভের ওষুধ। বিষয়টি সদর হাসপাতাল থেকে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় জানানো হলে ঘটনাস্থলে আসে কৃষ্ণনগর কোতোয়ালী থানার পুলিশ। পুলিশ এসে ফার্মেসির মালিক কে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে। বর্তমানে শিশুটি কলকাতায় চিকিৎসাধীন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন