দেশপ্রাণ আনএমপ্লয়েড ইয়ংমেনস কো-অপারেটিভ ফিসারি সোসাইটি লিমিটেডের ৩৬ তম বার্ষিক সাধারণ সভা।

বাথুয়াড়ী দেশপ্রাণ আনএমপ্লয়েড ইয়ংমেনস কো-অপারেটিভ ফিসারি সোসাইটি লিমিটেডের ৩৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল। বুধবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বাথুয়াড়ীতে আয়োজিত হয় এই সভা। এদিন এই সংগঠনের উদ্যোগে গ্রামীণ এলাকার মৎস্যজীবীদের আর্থ সামাজিক উন্নয়ন বিষয়ে পর্যালোচনা করা হয়। পাশাপাশি সভায় রাজ্য সরকারের ঘোষিত মৎস্য বিষয়ে বিভিন্ন প্রকল্পের খতিয়ান সাধারণ মানুষের কাছে বিস্তারিত তুলে ধরা হয়। এদিনের সভায় সংগঠনের কয়েকশো কর্মী হাজির ছিলেন। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার সহ-মৎস্য অধিকর্তা সৌরেন্দ্র মোহন জানা, ডেপুটি ফিসারি অফিসার মধুসূদন মন্ডল, এগরা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি শাহনাজ বেগম, কন্টাই সেন্ট্রাল ফিসারি সোসাইটির চেয়ারম্যান লক্ষীনারায়ণ জানা, এগরা ২ ব্লক মৎস্য সম্প্রসারণ আধিকারিক বিশ্বনাথ মালাকার, বাথুয়াড়ী গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান সুজিত কুমার শী, বিশিষ্ট সমবায়ী নির্মল পাত্র, বাথুয়াড়ী দেশপ্রাণ মৎস্য ফিশারি সোসাইটির সম্পাদক শম্ভু মাইতি প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন