দীঘার সমুদ্রে স্নানে নেমে তলিয়ে সলিল সমাধি হলো এক পর্যটকের।মঙ্গলবার নিউ দীঘা শিয়ালঘাটে স্নানে নামে বিহারের পাটনার সরিষাপদ এর বাসিন্দা অবিনাশ কুমার। তলিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে নিউ দিঘার ওশিয়ানা ঘাটে তার দেহ ভেসে আসে। তাকে উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
Tags
ভ্রমণ