৩২ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন অনুষ্ঠান।

সরকারি অফিসে প্রতিবন্ধীদের দরকারে যাওয়ার জন্য, নেই কোন বিশেষ ধরনের সিঁড়ি ,তাই প্রতিবন্ধীদের বিশেষ ধরনের সিড়ি নির্মাণের জন্য নির্দেশ দিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক।  
হলদিয়া --প্রতিবন্ধীদের স্বাবলম্বী করার জন্য সরকারি পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হলেও, পালন করা যায়নি প্রতিবন্ধী দিবস ।৩২ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো হলদিয়ার দুর্গাচকে কুমারচন্দ্র জানার অডিটোরিয়ামে। রামকৃষ্ণ মিশনআশ্রম হলদিয়ার আয়োজনে রবিবার দিনভর অনুষ্ঠিত হলো প্রতিবন্ধী দিবস।বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও প্রশাসনের সহযোগিতায় শুরু হয় নানা কর্মসূচি। এই প্রতিবন্ধী দিবসের উদযাপন অনুষ্ঠানের উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন জেলাশাসক তানভীর আফজাল, হলদিয়া রিফাইনারির শম্ভু চক্রবর্তী, হলদিয়া বন্দরের পি কে দাস, স্বামী বিবেকাত্নানন্দ, কর্ণধার হলদিয়া রামকৃষ্ণ মিশন আশ্রম, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তারা। প্রদীপ প্রজননের মত মাধ্যমে দিনটিকে উদযাপিত করা হয়। জেলাশাসক বলেন, দিবাঙ্গরা এখনো বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা পায়নি। জেলার বিভিন্ন অফিসে কিংবা স্বাস্থ্যকেন্দ্রে দেবাঙ্গরা পৌঁছানোর জন্য বিশেষ কোনো ব্যবস্থা নেই। তাই জেলাশাসক অফিস কিংবা এসডিও অফিস কিংবা বিডিও অফিসে ওঠার জন্য বিশেষ ধরনের সিড়ির ব্যবস্থা করা হবে। টেম্পোরারি ভাবে কাঠের রেম্পিং এর মাধ্যমে ব্যবস্থা করা হবে যাতে দিবাঙ্গরা সহজে যেতে পারে। এমনই নির্দেশ দিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক ।হলদিয়া কুমার চন্দ্র জানা অডিটরেমে দিবাঙ্গদের প্রতিবন্ধী দিবস উদযাপন হলেও সেই অডিটোরামে দিবাঙ্গদের ওঠার জন্য বিশেষ কোনো ব্যবস্থা নেই।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন