স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর চক্রান্ত বাতিল, ফিক্সড চার্জ দ্বিগুন বৃদ্ধি ও মিনিমাম চার্জ তিনগুন এবং ডিস কানেকশন ও রি কানেকশন চার্জ পাঁচগুন বৃদ্ধির বিরুদ্ধে ২০ ডিসেম্বর, কলকাতায় বিদ্যুৎমন্ত্রীর দপ্তরে বিক্ষোভ-ডেপুটেশন কর্মসূচী নেওয়া হয়েছে।
ওই কর্মসূচীর প্রস্তুতিতে বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেক্ট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন(অ্যাবেকা)'র ভোগপুর শাখা কমিটির উদ্যোগে আজ কোদালিয়া পল্লী উন্নয়ন প্রাইমারী স্কুলে বিদ্যুৎ গ্রাহকদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির নেতা নারায়ণ চন্দ্র নায়ক। সভাপতিত্ব করেন শংকর পাত্র ।
নারায়ণবাবু তার বক্তব্যে বিদ্যুৎ গ্রাহকস্বার্থবিরোধী বিদ্যুৎ আইন-২০০৩(সংশোধনী-২০২২)'র বিভিন্ন ধারা উল্লেখ করে বিস্তৃত বক্তব্য রাখেন এবং আগামী ২০ ডিসেম্বর কলকাতায় বিদ্যুৎ মন্ত্রীর দপ্তরে বিক্ষোভ ডেপুটেশনে সামিল হওয়ার আহ্বান জানান।
সভা থেকে শংকর পাত্রকে সভাপতি, সনাতন সামন্ত ও মানস ঘড়া কে যুগ্ম সম্পাদক করে বিদ্যুৎ গ্রাহক প্রতিরোধ কমিটির কোদালিয়া শাখা গঠিত হয়।
Tags
পশ্চিমবঙ্গ