রাজদূত ব্যায়ামাগারের সম্বর্ধনা জ্ঞাপন ও বস্ত্রদান

শ্যামা পুজা উপোলক্ষ্যে বুধবার রাত্রে কাঁথির তিনজন গুনী মানুষকে সম্মানিত করলো রাজদূত ব্যায়ামাগার।এর পাশাপাশি প্রায় ২০০ জন দু:স্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়।

সন্ধ্যায় সম্বর্ধনা ও বস্ত্র বিতরন সভায় পৌরহিত্য করেন রাজদূত ব্যায়ামাগারের সভাপতি ডা: শ্রীমন্ত বানিয়া।বিশিষ্ট্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঁথি পৌরসভার প্রাক্তন প্রশাসক হরিসাধন দাস অধিকারী,কাজলা জনকল্যান সমিতির সম্পাদক স্বপন পন্ডা,কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার দুই সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত ও সতীনাথ দাস অধিকারী,ডা: সুমিত্র মাইতি প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যায়ামাগারের সহ সভাপতি বিশিষ্ট আইনজীবী রামকৃষ্ণ পন্ডা।
রাজদূত ব্যায়ামাগারের সম্পাদিকা রাজন্দিনী নন্দ মিশ্র জানিয়েছেন এদিনের সভায় কাঁথি মহকুমা আদালতের প্রবীন আইনজীবি অসিত মাইতি,বিশিষ্ট্য সমাজসেবী অনিল মিশ্র এবং ডা: লক্ষীকান্ত ঘোড়াইকে সম্মানিত করা হয়েছে।সেই সাথে এলাকার প্রায় ২০০ মানুষের হাতে শাড়ি-কম্বল-চাদর-মশারি-বেডসীট তুলে দেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন