পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে উদ্যোগী হল দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ।

দীঘা পর্যটন শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে উদ্যোগী হল দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। এই সময় ২৫ ডিসেম্বর ও ইংরেজি নববর্ষকে লক্ষ্য করে বহু পর্যটক ভিড় জমায়। নিউ দিঘার ঢেউ সাগরে পরিবেশকে দূষণমুক্ত রাখতে উদ্যোগ নিল দীঘাশংকরপুর উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষ। পর্ষদ আধিকারিক সৈকত হাজরা জানিয়েছেন এই সময় মানুষের ভিড় জমে এবং দীঘার পরিতক্ত সমস্ত জিনিসপত্র গুলো ঢেউ সাগরে পড়ে থাকার জন্য কে বা কারা অনেক সময় আগুন লাগিয়ে দেয়। তাতে পরিবেশ দূষণ হয়। 
সেই দূষণের হাত থেকে রক্ষা করতে সেগুলিকে ভ্যাটে জমা করে জৈব সারের রূপান্তরিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সোমবার প্রাথমিকভাবে দমকল বাহিনী ও ডিজার দিয়ে সেই সমস্ত নোংরা আবর্জনা গুলো পরিষ্কার করা হয়। পর্ষদ এইভাবে দীঘা পর্যটন শহরকে দূষণমুক্ত রেখে পর্যটকদের মুক্ত পরিবেশ উপহার দেবে বলে জানিয়েছেন পর্ষদ আধিকারিক।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন