হোমস্বাস্থ্য রাজদূত ব্যায়ামাগারে লায়নেসের সুগার নির্নয় শিবির। byEkhan Sangbad -নভেম্বর ১৪, ২০২৩ 0 Responsive Advertisement পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির ক্যানেলপাড়ে রাজদূত ব্যায়ামাগারের পুজা মন্ডপে কাঁথি লায়নেস ক্লাবের পরিচালনায় বিনামুল্যে সুগার নির্নয় শিবির অনুষ্ঠিত হয়.পথ চলতি মানুষ,মন্ডপে আসা দর্শনার্থীদের সুগার নির্নয় করা হয়.৭০ জন পুরুষ ও মহিলার এদিন সুগার নির্নয় করা হয় এই ক্যাম্পে Facebook Responsive Advertisement Tags স্বাস্থ্য Facebook Twitter