পূর্ব মেদিনীপুর জেলায় দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে উঠলো বৃহৎ আকার কই ভোলা মাছ। মাছটির ওজন ১১০ কেজি। একটি কোম্পানি ২৫ হাজার টাকায় মাছটি কিনেছে বলে মৎস্য নিলাম কেন্দ্র সূত্রে জানা গেছে।
মাছটি উড়িষ্যার পারাদ্বীপের এক ট্রলারে মৎস্য শিকারীরা জালে উঠেছিলো। এই মাছ সাধারণত বাংলাদেশে বেশি বিক্রি হয়। মৎস্যজীবীদের কথায় এই ধরনের মাছগুলি গভীর সমুদ্রে থাকে মাঝেমধ্যে সেখান থেকে চলে আসে। তখনই মৎস্যজীবীদের জালে ধরা পড়ে।
Tags
দেশ