মানিকজোড় কামিনী কুমারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে থ্যালাসেমিয়া ক্যাম্প।

পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ ব্লকের মানিকজোড় কামিনী কুমারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উই কেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে তৃতীয় থ্যালাসেমিয়া ক্যাম্প অনুষ্ঠিত হলো ।

নবম,দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের বিনামূল্যে থ্যালাসেমিয়া বাহক নির্নয় শিবির অনুষ্ঠিত হয়।প্রায় ২৩০ জন ছাত্র ছাত্রীর থ্যালাসেমিয়া পরীক্ষা করা হয়।

সংগঠনের পক্ষ থেকে উজ্জয়িনী ব্যানার্জী বলেন উই কেয়ার ফাউন্ডেশনের একটাই উদ্দেশ্য থ্যালাসেমিয়া মুক্ত সমাজ।আমরা এর আগে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার দুটি বিদ্যালয়ে এই থ্যালাসেমিয়া ক্যাম্প করেছি।এই নিয়ে এটি তৃতীয় থ্যালাসেমিয়া টেস্ট ।আমরা চেষ্টা করবো পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন স্কুলে এই উদ্যোগ গ্রহণ করা হবে। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অঙ্কিতা নায়ক,পরাক্রম শাসমল, বিশ্বজিৎ নাথ ।বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান সংগঠনের সভাপতি সুভাষ নন্দ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতিরঞ্জন ত্রিপাঠি জানান এই থ্যালাসেমিয়া পরীক্ষা সমাজকে থ্যালাসেমিয়া মুক্ত শিশু জন্মানোর বার্তা দেবে।থ্যালাসেমিয়া বাহক নির্নয় শিবির খুবই তাৎপর্যপূর্ণ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন