প্রকাশিত হলো গানের দেবী লতা মঙ্গেশকর।

 ইন্দ্রজিৎ আইচ :- কলকাতা প্রেস ক্লাবে শ্রদ্ধা মিউজিক থেকে প্রকাশিত হলো শারদীয়ার প্রথম গানের সিডি " গানের দেবী লতা মঙ্গেশকর "। এই সিডির আবরণ উন্মোচন করেন জনপ্রিয় অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। তিনি এই সিডি উদ্বোধন করে বলেন সারা পৃথিবীতে লতা মঙ্গেশকর এক বিশ্বয়কর শিল্পী। তার অপূর্ব কণ্ঠের জাদুতে আমরা আজও মোহিত হই। তিনি ও তার গান সারা জীবন মানুষ শুনবেন ও মনে রাখবে তাকে।

এই অ্যালবামের কথা লিখেছেন বাবুল বোস, শ্যামল সেনগুপ্ত ও কাজল সুপ্রিয় চ্যাটার্জী। সুর করেছেন বাবুল বোস, গান গুলো গেয়েছেন সাধনা সরগম, তানিয়া দাস, প্রিয়াঙ্কা মিত্র, জোজো নাথানিয়াল ও অনুপমা দেশপান্ডে। এই সিডিতে ৫ টি গান আছে। গানগুলো হলো তোমার আমার সবার প্রিয়, মিঠা
পান, শেষের কবিতা, হে রুবি , প্রেম তো জমলো না তোর সাথে ও পান্থা ভাতে নুন। গানগুলো শুনতে মন্দ লাগে না। সিডির দাম 
৭৫ টাকা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন