ইন্দ্রজিৎ আইচ :- উত্তর কলকাতার রামমোহন হলে অনুষ্ঠিত হলো
মিনি এফ এম অনলাইন এর আয়োজনে অনুষ্ঠিত হলো
বাংলার সব থেকে বড় অনলাইন বিউটি কনটেস্ট গ্ল্যামার ২০২৩।
গত ১ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর এই গ্ল্যামার হান্ট ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছিলো।
আজ রামমোহন হলে ছিলো ট্রফি ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান। ১৫ জনের হাতে এই ট্রফি ও সার্টিফিকেট তুলে দেন মিনি এফ এম এর কর্ণধার পরিতোষ হাজরা। এছাড়া ছিলেন বাবাই ঘোষ, মিনি এফ এম এর প্রোডাকশন কন্ট্রোলার বিক্রম রায়, পরিচালক নারায়ণ রায়, প্রযোজক সোমনাথ শাস্ত্রী ও রঞ্জন কুমার দে। এই সমগ্র বিউটি কনটেস্ট এর পরিকল্পনা , পরিচালনায় ছিলেন অভি কুন্ডু, ইন্দ্রনীল রায় ও মিনি এফএম এর কর্ণধার পরিতোষ হাজরা।
Tags
রূপচর্চা